E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’, যেখানে আঘাত হানতে পারে

২০২৪ নভেম্বর ২০ ১৭:২৮:৪৬
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’, যেখানে আঘাত হানতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বোম্ব’ যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলের কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগর-সংলগ্ন মার্কিন অঙ্গরাজ্যগুলোতে দমকা বাতাস, ভারী বৃষ্টিপাত, বন্যা, তুষারপাত ও ভূমিধসের পূর্বাভাস দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যগুলোতে ৭০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকেই ঝড়টি প্রভাব প্রভাব ফেলতে শুরু করেছে। সপ্তাহের শেষ নাগাদ এটি আরও তীব্র হতে পারে। ফলে পূর্বাভাসের পরিস্থিতিগুলো সৃষ্টি হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় ‘বোম্ব’ উপকূলের কাছে বায়ুচাপ দ্রুত হ্রাস পাওয়ার কারণে তৈরি হয়েছে। এর জেরে আবহাওয়ার এই পরিস্থিতি দ্রুত চরম আকার ধারণ করেছে। এই অঞ্চলের কিছু অংশ ইতোমধ্যেই ঝড়ের প্রভাব শুরু হয়েছে। সিয়াটলে এরইমধ্যে তীব্র বাতাসের ঝাপটা লক্ষ্য করা গেছে।

এনওএএ’র আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২-৩ ইঞ্চি তুষার জমতে পারে এবং বাতাসের গতি ঘণ্টায় ৬৫ মাইল পর্যন্ত হতে পারে। এর প্রভাবে প্যাসিফিক নর্থওয়েস্টের পাহাড়ি এলাকায় ভারি তুষারপাত হতে পারে। এ ছাড়া ঝড়ো বাতাস বিদ্যুৎ বিচ্ছিন্নতা, গাছ উপড়ে যাওয়া এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের সৃষ্টি করতে পারে। উত্তর-পশ্চিম ক্যালিফোর্নিয়ার জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের উচ্চ ঝুঁকি সতর্কতা জারি করা হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test