E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পারমাণবিক স্থাপনা-জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য না বানাতে বলেছিলেন বাইডেন

২০২৪ অক্টোবর ২৬ ১২:৪৩:০৭
পারমাণবিক স্থাপনা-জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য না বানাতে বলেছিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : এই মাসের শুরুতে ইরানি হামলার জবাব দেওয়ার বিষয়ে বাইডেন প্রশাসন বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

তবে তিনি ইসরায়েলকে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে যেন হামলা চালানো না হয়, তিনি সেই হামলাকে সমর্থন করবেন না। কারণ এমনটি হলে তা ক্রমবর্ধমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে।

ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না জানিয়ে গত ৪ অক্টোবর তিনি বলেছিলেন, যদি আমি অবস্থানে থাকতাম, তবে ইরানের তেলক্ষেত্রে আঘাত হানা ছাড়া অন্য বিকল্পের কথা ভাবতাম। খবর বিবিসি

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরাইয়েলি বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উত্পাদন কেন্দ্রগুলোতে আঘাত করেছে যেখানে তৈরি ক্ষেপণাস্ত্র ইরান গত বছর ইসরায়েলে ছুঁড়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে গতরাতের হামলায় তারা ইরানি আকাশ প্ররিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলছে আক্রমণগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে কিছু জায়গায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test