E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিহারে বিষাক্ত মদ্যপানে ১২ জনের প্রাণহানি

২০২৪ অক্টোবর ১৭ ১৩:৩৪:৫৫
বিহারে বিষাক্ত মদ্যপানে ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে ১২ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যটির সারান ও সিওয়ান জেলায় বিষাক্ত মদ্যপানে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বিষাক্ত মদ্যপানের ঘটনায় বিহারের সারান এবং সিওয়ান জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও আট জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে ছাপরা, সিওয়ান এবং পাটনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য অনুসারে, সারান জেলায় তিনজন মারা গেছেন। আর সিওয়ান জেলায় আরও ৯ জন বিষাক্ত মদ্যপানে তাদের প্রাণ হারিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতরা স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং পরে রাতে তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তবে প্রায়শই সেখানে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পানের কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকে।

বিহার সরকার সম্প্রতি জানিয়েছে, ২০১৬ সালের এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব থেকে মারাত্মক পরিস্থিতি হয়েছিল ২০২২ সালে। সারান জেলায় বিষাক্ত মদ্যপান করে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছিল সেই বছর।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেই সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— যেহেতু রাজ্যে মদ নিষিদ্ধ, তাই বিষাক্ত মদ্যপান করে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।

অবশ্য বার বার এই ধরনের ঘটনা ঘটতে থাকায় বিহারে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি উঠেছে।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test