E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত’

২০২৪ অক্টোবর ১৭ ১৩:১০:৩২
‘আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান গিয়েছিলেন। তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা ও অবনতির কারণে আর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাননি।

প্রায় নয় বছর পর ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে করছেন।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক অখণ্ডতা ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বুধবার পাকিস্তানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস মহামারি, ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সংকটময় পরিস্থিতিতে এ সম্মেলন শুরু হয়েছে। চরম জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতার মতো ঘটনা প্রবৃদ্ধি ও উন্নয়নকে প্রভাবিত করেছে। ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়, এমনকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও পিছিয়ে পড়েছে বিশ্ব। প্রযুক্তির ভালো সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উদ্বেগের কারণও আছে।

সন্ত্রাসবাদ, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদকে ‘তিন শয়তান’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রকৃত অংশীদারির ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক নির্মিত হয়, একতরফা এজেন্ডার ভিত্তিতে নয়।

দুই দিনব্যাপী এসসিও সম্মেলনে এবার সভাপতিত্ব করছে পাকিস্তান। বুধবার সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test