E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লেবাননের বৈরুতে ইসরাইলের হামলায় নিহত ২২

২০২৪ অক্টোবর ১১ ১৩:১৭:৫৮
লেবাননের বৈরুতে ইসরাইলের হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানীর বৈরুতে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৈরুতের ওপর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দুটি ভিন্ন মহাল্লায় দুটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর ফলে আটতলা একটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং অন্য ভবনটির নিচের তলা বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস আল নাবা ও বুরজ আবি হায়দার এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন দুটির ধ্বংস্তূপের সামনে অ্যাম্বুলেন্স ও লোকজনের ভিড় লেগে যায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় ২২ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন।

ইসরাইলের হামলার পর হিজবুল্লাহর আল মানার টিভি জানায় যে ওই গ্রুপের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওয়াফিক সাফাকে হত্যা করার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা বলে, সাফা ওই ভবন দুটির কোনোটিতেই ছিলেন না।

আক্রমণের দিনেই ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়ে দুজনকে আহত করে। এতে ইসরাইলের ব্যাপক নিন্দা হয়েছে এবং ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবাদ স্বরূপ সেখানে ইসরাইলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।

এদিকে বৃহস্পতিবারও ইসরাইলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এতে ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। সামরিক বাহিনী বলেছে, ইসরাইলের দিকে নিক্ষিপ্ত কিছু ড্রোনকে বাধা দেওয়া হয়।

(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test