E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবানিজদের প্রতি নেতানিয়াহুর আহ্বান

২০২৪ অক্টোবর ০৯ ১২:৫৯:২৭
হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবানিজদের প্রতি নেতানিয়াহুর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : গাজার মতো ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগ এড়াতে চাইলে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবাননের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের মানুষের প্রতি এমন হুমকি দিলেন নেতানিয়াহু।

লেবানিজদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, লেবানন একটি দীর্ঘ যুদ্ধের অতলে পতিত হবে। যা তাদের গাজার মত দুর্ভোগের দিকে নিয়ে যাবে, তবে আপনাদের সামনে লেবাননকে রক্ষা করার সুযোগ এসেছে।

তিনি বলেন, আমি লেবাননিজদের বলবো নিজেদের দেশকে হিজবুল্লাহমুক্ত করুন, এতেই এ যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। খবর টাইমস অব ইসরায়েল

নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিরাও নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

লেবাননে ইসরায়েলি অভিযান এগিয়ে নিতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল।

লেবাননের ইসরায়েলি বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

এদিকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় গতকালও টানা তৃতীয় দিনের মতো রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test