E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চিকিৎসাবিদ্যায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী

২০২৪ অক্টোবর ০৭ ১৭:৩৭:১৪
চিকিৎসাবিদ্যায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা। এছাড়া পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারেও এ দুজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  

আজ সোমবার চিকিৎসাবিদ্যায় নোবেলজয়ী হিসেবে এ দুইজনের নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

ঘোষণায় বলা হয়েছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন নীতি-পদ্ধতি তৈরি করেছে, যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য।

অ্যামব্রোস গবেষণা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলে প্রাকৃতিক বিজ্ঞানের অধ্যাপক। অন্যদিকে রুভকুন গবেষণা করেছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে। যেখানে তিনি জেনেটিক্সের অধ্যাপনা করেন।

দুই বিজয়ী পুরস্কারের অর্থমূল্য হিসেবে পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১ কোটি সাড়ে ২৭ লাখ টাকা)।

এটি ১১৫তম নোবেল পুরস্কার। ১৯০১ সাল থেকে ফিজিওলজি বা মেডিসিনে এই পুরস্কার দেওয়া হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test