E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আন্তর্জাতিক আনবিক সংস্থার প্রতিনিধি দল

২০২৪ আগস্ট ২৯ ১৮:০৮:৪৩
রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আন্তর্জাতিক আনবিক সংস্থার প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক আনবিক সংস্থা (IAEA) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা বিদ্যুত কেন্দ্রটির কার্যক্রম ও নিরাপত্তা ইস্যুগুলো পর্যালোচনা করেন। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভের আমন্ত্রণে প্রতিনিধিদল বিদ্যুতকেন্দ্রটি পরিদর্শনে আসেন। রসাটমের গণমাধ্যম প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।

বিদ্যুৎ প্রকল্পটির তৃতীয় ইউনিট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং চতুর্থ ইউনিটে রুটিন মাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রসাটমের পক্ষ থেকে আইএইএ প্রতিনিধিদলকে বিদ্যুত কেন্দ্রটিতে ব্যবহৃত RBMK রিয়্যাক্টরের নকশার বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয়। প্রতিনিধিদল নির্মীয়মাণ কুরস্ক-২ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সম্প্রতি, ইউক্রেন কর্তৃক কুরস্ক পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের শিল্প সাইটে পরিচালিত আক্রমণ প্রচেষ্টার ফলাফল সম্পর্কে আইএইএ মহাপরিচালক সম্যক ধারণা লাভ করেন। তিনি পরমাণু বিদ্যুতকেন্দ্রটি নিরাপত্তা ঝুঁকি ও মুল্যায়ন করেন।

অদুর ভবিষ্যতে রাশিয়ার কালিনিনগ্রাদে আলেক্সি লিখাচভ এবং রাফায়েল গ্রোসি ভিজিটের ফলাফল নিয়ে আলোচনা করবেন।

(এসকেকে/এসপি/আগস্ট ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test