E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ওয়ালজকে রানিং মেট হিসেবে বেছে নিলেন কমলা

২০২৪ আগস্ট ০৭ ১৩:৩০:৩৬
ওয়ালজকে রানিং মেট হিসেবে বেছে নিলেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক : মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে বেছে নিলেন কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে একজন ‘রানিং মেট’ বেছে নিতে হয়।
আগামী নভেম্বরের নির্বাচনে যদি কমলা জয়ী হন, তাহলে দেশটির নতুন ভাইস প্রেসিডেন্ট হবেন ওয়ালজ।

মঙ্গলবার টিম ওয়ালজকে নিয়ে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণা করেছেন কমলা। রাজ্যের টেম্পল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১০ হাজারেরও বেশি সমর্থকদের সমাবেশে নিজের রানিং মেটের নাম ঘোষণা করেন কমালা হ্যারিস।

সমাবেশে ওয়ালজ বলেন, আমার শিক্ষার্থীদের উৎসাহের কারণে আমি এই নির্বাচনে প্রার্থিতা করতে রাজি হয়েছি। তারা আমাকে বলেছে যে, পরিবর্তন ঘটানোর জন্য একজন ব্যক্তিই যথেষ্ট।

এদিন বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন ওয়ালজ বলেন, তিনি আমাদের বিভিন্ন আইনকে কটাক্ষ করেন, বিবাদ ও বিভক্তি উসকে দেন- যা এর আগে আর কোনো প্রেসিডেন্ট করেননি।

এদিকে কমালা হ্যারিস রানিং-টিম ওয়ালজকে ‘কট্টর বামপন্থি জুটি’ বলে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কট্টর বামপন্থি জুটি দেখছে জনগণ।

এই নির্বাচনে ট্রাম্পের রানিং মেট হিসেবে আছেন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা জে ডি ভ্যান্স।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test