E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইয়েমেন উপকূলে ৪৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি

২০২৪ জুলাই ২৬ ১২:৩৬:৩৬
ইয়েমেন উপকূলে ৪৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন উপকূলে ৪৫ অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র চারজনকে জীবিত পাওয়া গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং ওভারলোডিংয়ের কারণে বুধবার রাতে নৌকাটি ডুবে যায়।

জাতিসংঘের এই সংস্থাটি এই ঘটনার আর কোনও বিবরণ দেয়নি। তবে তারা বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সাথে কাজ করছে তারা। সংস্থাটি আরও বলেছে, নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপদজ্জনক যাত্রার বিষয়টি তুলে ধরেছে।

এর আগে গত মাসে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে অন্তত ৫৬ সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু এবং আরও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন ৩১ জন নারী ও ছয় শিশু।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test