E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৭৮

২০২৪ জুলাই ০৮ ১৪:৪৯:০২
আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৭৮

আন্তর্জাতিক ডেস্ক : ব্রহ্মপুত্রসহ আরও ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় ভারতের আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৮টি জেলার প্রায় ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা ও ভূমিধসের ঘটনায় রাজ্যটিতে নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে।

সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এএসডিএমএ) রবিবারের (৭ জুলাই) বুলেটিন অনুসারে, বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ধুবড়ি জেলায় দুজন, নলবাড়ি জেলায় দুজনের মৃত্যুসহ কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর জেলায় একটি করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে।

এএসডিএমএ জানিয়েছে, বন্যায় রোববার পর্যন্ত আসামের ২৮টি জেলার ৩,৪৪৬টি গ্রামের ২২ লাখ ৭৪ হাজার ২৮৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধুবড়ি পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলা। এই জেলায় ১ লাখ ৭৭ হাজার ৯২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরেই রয়েছে বারপেটা জেলা। এখানে ১ লাখ ৩৪ হাজার ৩২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যা পীড়িতদের সাহায্যে রাজ্যে মোট ২৬৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৫৩,৬৮৯ জন মানুষ। এছাড়া আরও ৩৬১ ত্রাণ কেন্দ্রের সাহায্যে ৩ লাখ ১৫ হাজার ৫২০ জন মানুষকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে প্রশাসন।

এএসডিএমের বুলেটিন অনুযায়ী, এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম। এবারের বন্যায় আসামের মোট ৬৮,৪৩২.৭৫ হেক্টর জমি প্লাবিত হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test