E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলকাতায় আনার হত্যা নিয়ে বৈঠকে যা বললেন মমতা

২০২৪ জুন ২৮ ১৭:৩৯:২০
কলকাতায় আনার হত্যা নিয়ে বৈঠকে যা বললেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হকার সমস্যা নিরসনে রাজ্যের সচিবালয়ে নবান্ন ভবনে মুখ্যমন্ত্রী মমতার ডাকা বৈঠকে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা প্রসঙ্গ উঠেছে। রাজ্যের সেফটি ও সিকিউরিটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই আনার হত্যার প্রসঙ্গে কথা বলেন মমতা।

মমতার দাবি বাইরের লোক অর্থ দিয়ে কলকাতাসহ রাজ্যের যত্রতত্র বসে যাওয়ার কারণে একদিকে যেমন গাড়ি চলাচল করতে পারছে না, দুর্ঘটনা ঘটছে, শহরের গতি কমছে, সেই সাথে রাজ্যের আইডেন্টিটিও নষ্ট হচ্ছে। ফলে কে জেনুইন লোক সেটা ধরা যাচ্ছে না। তার ফলে রাজ্যের সেফটি এবং সিকিউরিটিও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

এ সময় তিনি বলেন, এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি, কীভাবে তাকে নিয়ে এসে প্ল্যান করে খুন করল। এদিন রাজ্যের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করাকে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জুন) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে হকার সমস্যার সমাধানের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ রাজ্যের একাধিক মন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার, প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, নিউমার্কেট সহ কলকাতার বিভিন্ন হকার্স অ্যাসোসিয়েশন, বাজার কমিটির কর্মকর্তারা।

(ওএস/এসপি/জুন ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test