E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ থেকে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার শুরু

২০১৫ জুন ৩০ ১১:৩৬:২১
আজ থেকে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রায় তিন মাস স্থগিত থাকার পর ফেলানী হত্যা মামলার পুনর্বিচার আজ মঙ্গলবার থেকে আবার শুরু হবে। কুড়িগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন সোমবার এ কথা জানিয়েছেন। বিএসএফের গুলিতে নিহত ফেলানীর মা-বাবার আশা, এবার তাঁরা ন্যায়বিচার পাবেন। এর আগের রায়ে অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষ নির্দোষ বলে রায় দিয়েছিলেন বিএসএফের তরফে গঠিত আদালত।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ জওয়ান অমিয় ঘোষ। ফেলানীর লাশ কয়েক ঘণ্টা কাঁটাতারের ওপর ঝুলে ছিল। এ ঘটনায় দেশে-বিদেশে তীব্র প্রতিবাদ ওঠায় ফেলানী হত্যায় একটি মামলা দায়ের করে বিএসএফ। একটি বিশেষ আদালতও গঠন করে তারা।
কিন্তু ওই আদালত ২০১৩ সালে অমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেন। এ রায়ের বিরুদ্ধেও সমালোচনা শুরু হলে ওই বছরের সেপ্টেম্বরে মামলা পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় বিএসএফ। সিদ্ধান্ত নেওয়ার প্রায় এক বছরের মাথায় গত সেপ্টেম্বরে পুনর্বিচার শুরু হয়। কিন্তু শুরু হলেও এরই মধ্যে কয়েক দফা তা স্থগিত করা হয়।
সর্বশেষ গত মার্চে আদালত ৩০ জুন পর্যন্ত বিচারকাজ মুলতবি ঘোষণা করেন। সোমবার কুড়িগ্রামের পিপি আব্রাহাম লিংকন বলেন, ‘মঙ্গলবার থেকে পুনর্বিচারের কাজ ফের শুরু হবে।’
এদিকে পুনর্বিচারে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী ফেলানীর পরিবার। বাবা নুরুল ইসলাম বলেন, ‘একে একে দুইবার সাক্ষ্য দিয়ে আসলাম। প্রথমবার পাইনি। এবার ন্যায়বিচার পাওয়ার আশা করছি।’

(ওএস/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test