E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্দীদের নিয়ে কারাগারে বাংলা নববর্ষ উদযাপন

২০২৫ এপ্রিল ১৪ ১৯:১০:০৩
বন্দীদের নিয়ে কারাগারে বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার : ঢাকাসহ সারাদেশেই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে সারাদেশেই বন্দীদের নিয়ে ভিন্ন এক আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে ৬৮টি কারাগারেই নানান ইভেন্টের আয়োজন করা হয়।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঢাকাসহ দেশের ৬৮টি কারাগারে বন্দীদের জন‍্য পহেলা বৈশাখ উপলক্ষে উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দীদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে।

তিনি জানান, ৬৮ কারাগারের বন্দীদের জীবন কাহিনী সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে ‘বন্দী কথন’ শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তাভাত-ইলিশ খাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test