‘আমরা ভাষা হারিয়ে ফেলেছি’

স্টাফ রিপোর্টার : ‘এত বড় অন্যায়-অবিচার আর হতে পারে না। আমরা ভাষা হারিয়ে ফেলেছি। এগুলো দমাতে হবে।’
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এক রিটের শুনানিতে রবিবার (৯ মার্চ ) এমন মন্তব্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
আদালত বলেন, ধর্ষণের মতো পাশবিক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এ বিষয়ে আমাদের সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ ও সৈয়দ মাহসিব হোসেন।
রিটের শুনানি শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরার সেই শিশুটির সব ছবি, ভিডিও ও নাম-পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে ভুক্তভোগী শিশু ও তার ১৪ বছর বয়সী বড় বোনের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের পরে সৈয়দ মাহসিব হোসেন জানান, দুজন সমাজসেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকায় একজন শিশুটির দেখাশোনা করবেন। আরেকজন মাগুরায় শিশুটির বোনকে দেখাশোনা করবেন। কারণ, ভুক্তভোগীর বিবাহিত বোনটিও শিশু। তার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটনাস্থল। সেখানেও সে নিরাপদ নয়। তাদের কল্যাণ নিশ্চিত করতে এই দুই অফিসার কাজ করবেন। ১৭ তারিখের মধ্যে বিবাদীরা আদালতের আদেশের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেবেন।
বিচারের বিষয়ে তিনি বলেন, আইনে আছে ১৮০ দিনে বিচার সম্পন্ন করতে হবে। এ কারণে কোর্ট এটাকে বাইপাস করতে পারলো না। তার জন্য ১৮০ দিনের মধ্যে বিচারটা শেষ করার কথা বলেছেন।
এবিএম হামিদুল মিসবাহ বলেন, বিটিআরসি ও সাইবার পুলিশকে বলা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে যে সমস্ত কনটেন্ট (নাম, ছবি, পরিচয়) আছে সেগুলো রিমুভ করতে। কারণ আইনের ১৪ ধারায় নাম পরিচয় প্রকাশে বিধিনিষেধ আছে। এছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছেন। এ তদন্ত কমিটিকে একটা গাইডলাইন বানাতে বলেছেন। যাতে করে সারা দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে ভিকটিমদের সাপোর্ট দেওয়া যায়।
আইনের ১৪ (১) ধারায় বলা হয়েছে, এই আইনে বর্ণিত অপরাধের শিকার হয়েছেন এইরূপ নারী বা শিশুর ব্যাপারে সংঘটিত অপরাধ বা তত্সম্পর্কিত আইনগত কার্যধারার সংবাদ বা তথ্য বা নাম-ঠিকানা বা অন্যবিধ তথ্য কোনো সংবাদপত্রে বা অন্য কোনো সংবাদ মাধ্যমে এমনভাবে প্রকাশ বা পরিবেশন করা যাবে যাতে ওই নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়।
(২) উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করা হলে ওই লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যেকে অনধিক দুই বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
তদন্তের বিষয়ে আইনের ১৮ (১) ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত- (ক) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময়ে হাতেনাতে পুলিশ কর্তৃক ধৃত হলে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হয়ে পুলিশের নিকট সোপর্দ হলে, তার ধৃত হওয়ার তারিখ হতে পরবর্তী পনের কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে; অথবা (খ) অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময়ে হাতেনাতে ধৃত না হলে তাহার অপরাধ সংঘটন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট কর্মকর্তা বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অথবা ট্রাইব্যুনালের নিকট হতে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ষাট কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।
(২) কোনো যুক্তিসঙ্গত কারণে উপ-ধারা (১) এ উল্লিখিত সময়ের মধ্যে তদন্তকাজ সমাপ্ত করা সম্ভব না হলে, তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত ত্রিশ কার্য দিবসের মধ্যে অপরাধের তদন্ত কার্য সম্পন্ন করবেন এবং তৎসম্পর্কে কারণ উল্লেখ পূর্বক তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা, ক্ষেত্রমত, তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবেন।
বিচার সম্পর্কে ২০ (১) ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো অপরাধের বিচার কেবলমাত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। (২) ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা চলবে। (৩) বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হতে একশত আশি দিনের মধ্যে ট্রাইব্যুনাল বিচারকার্য সমাপ্ত করবে।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) এনে ভর্তি করা হয় এবং পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় তাকে সিএমএইচে নেওয়া হয়।
ধর্ষণের ঘটনার তিন দিন পর শনিবার (৮ মার্চ) শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের এক ভাই (১৭) ও তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
(ওএস/এএস/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’
- কিউইদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র পর্যবেক্ষণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
- ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার
- সোনারগাঁয়ে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালথায় ইফতার ও দোয়া মাহফিল
- ‘আমরা ভাষা হারিয়ে ফেলেছি’
- দুই প্রকল্পের কাজ ১০ বছর আটকে থাকায় প্রধান উপদেষ্টার উষ্মা প্রকাশ
- ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’
- ১২ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ‘১৫ রমজানের আগে রাস্তা সংস্কার করা হবে’
- ‘ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে’
- আছিয়া ধর্ষণের প্রতিবাদে জামালপুরে সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন
- সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- নড়াইলে বিরোধপূর্ণ চরের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ষের আশঙ্কা
- ডাকাতদের গ্রেফতার ও সুবিচার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন
- নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক সহ দুইজন আটক
- ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ শিক্ষার্থী ও চিকিৎসকদের র্যালি প্রতিবাদ সমাবেশ
- সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলীর একদিনের রিমাণ্ড মঞ্জুর
- বিষ খাইয়ে সৎ মেয়েকে হত্যা মামলায় মা গ্রেপ্তার
- গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
- ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কর্তন করেছে বিএনপি নেতা
- যুবদল নেতা হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
- বিএনপির ব্যানার টাঙিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা
- ড. ইউনূস কি জনগণকে পাশে পাবেন না?
- ক্যান্সারের ওষুধ উৎপাদনে রসাটমের নতুন প্রযুক্তি
- বাংলাদেশের সামনে এখন অনেক কাজ
- ‘ছোট ছড়ায় বড় কথা’ শেখ হাসিনার ছড়া
- তুমি যে সেনা কর্মকর্তার ভাঙা ঘর জোড়া লাগিয়েছিলে, সেই তোমাকে সপরিবারে খুনের উস্কানিদাতা! কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!
- নির্ভার, তবুও মাঠ চষে বেড়াচ্ছেন ইকবাল হোসেন অপু
- পালং-জাজিরায় দলীয় বিভেদ নিরসন করে চলেছেন অপু
- অপচিকিৎসা রোধে প্রয়োজন সেনা অভিযান
- রাজশাহীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৫
- বাবাকে আজ বড্ড বেশি মনে পড়ছে
- ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা
- যুক্তরাষ্ট্রে নারীর হিজাব খুলে ফেলায় ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- প্ররক্ষা নির্দেশিকা হাইকোর্টে স্থগিত, স্বরাষ্ট্র সচিবকে তলব
- দুই মাস বন্ধ থাকার পর সুন্দরবনে কাঁকড়া ধরা শুরু
- জামিন চাইলেন সাদপন্থীদের প্রধান মুরব্বিসহ ২৫ জন
- ‘বরেণ্য নারীদের লেখায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বই প্রকাশ
- বঙ্গবন্ধু
- দুই নারী কসাই, আলোচনা সর্বত্রই!
- লিভার রোগের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা
- ‘লুটপাটের টাকা ফেরত আনতে হবে’