E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক ৪ দিনের রিমাণ্ডে

২০২৫ মার্চ ০৬ ১৯:৫৩:৪৫
ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক ৪ দিনের রিমাণ্ডে

ধামরাই প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক রিয়াজুল ইসলামকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এমএ মালেকের চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

আজ বৃহস্পতিবার তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে তাকে চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ৪৫/১১ নং হত্যা মামলার সন্দিহান আসামি হিসেবে ঢাকা-২০ আসনের সাবেক এমপি এমএ মালেকের রিমান্ড চাওয়া হয়।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুরের মনিপুরের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা ধামরাই ও আশুলিয়া থানায় একাধিক মামলা দায়ের করেছেন। এরমধ্যে ধামরাই ও আশুলিয়া থানার একাধিক মামলার আসামি এমএ মালেক।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, এম এ মালেক ধামরাই থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জামিনে আছেন।
উল্লেখ্য, এমএ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুশুরা ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের সাবেক চেয়ারম্যান ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি বিনাপ্রতিন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন তিনি।

(ডিসিপি/এসপি/মার্চ ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test