ফারুক হত্যা মামলা
দুইজনের যাবজ্জীবন, খান পরিবারের সবাই খালাস
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বহুল আলোচিত ওই মামলার রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ রবিবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন।
মামলায় দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। খালাস প্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সানিয়াত খান বাপ্পা, বাবু সওদাগর, আলমগীর হোসেন চাঁন, নাছির উদ্দিন নুরু, ছানোয়ার হোসেন ছানু, মাসুদুর রহমান মাসুদ এবং ফরিদ আহম্মেদ। মামলা চলাকালে অপর দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ সমীর কারাগারে মৃত্যুবরণ করেন।
এর আগে এদিন দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করতে গেলে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল বাঁধে। পরে একই দিন বিকাল ৩টার দিকে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ আলী ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় অভিযুক্ত টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র আদালতে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের সর্বাধিক আলোচিত-সমালোচিত এ রাজনৈতিক হত্যা মামলা নিয়ে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে বিগত সরকারের দীর্ঘ শাসনামলে সারা বছর পক্ষে-বিপক্ষে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সাক্ষীরা সাক্ষ দিতে নানা অযুহাতে বিস্তর সময় নিয়েছেন।
সহিদুর রহমান খান মুক্তি অন্য একটি মামলায় জেলহাজতে থাকায় সেখান থেকে তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর আবার তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়। খালাসের পর সহিদুর রহমান খান মুক্তি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছির উদ্দিন খান নাছির জানান, আদালত ন্যায় বিচার করেছেন। রায়ে আমরা খুশি। যে সময়ে ঘটনা দেখানো হয়েছে- ওই সময় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানা ঘাটাইলের একটি সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি চিকিৎসার্থে স্বস্ত্রীক ভারতে, জাহিদুর রহমান খান কাকন ব্যবসায়িক কাজে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন এবং সানিয়াত খান বাপ্পা জেলা ছাত্রলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন। চারজন সাক্ষী তাদের জবানীতে সানিয়াত খান বাপ্পা তাদের সঙ্গে ছাত্রলীগ কার্যালয়ে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সাইদুর রহমান জানান, মামলার রায়ে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং অন্য ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন। তারা বাদি পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তের দায়িত্ব পায়। ২০১৪ সালের অগাস্টে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ (ডিবি) আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার নাম উঠে আসে।
পরে ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ, আবদুল খালেক এবং সনি আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতেও ওই চারজনের নাম উঠে আসে। এরপর ওই চার ভাই আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে আমানুর রহমান খান আদালতে আত্মসমর্পণ করেন। তিনি তিন বছর পর জামিনে মুক্ত হন। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি ডিবির তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাহফীজুর রহমান খান পরিবারের চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।
মামলার অভিযুক্ত আসামি আমানুর রহমান খান আত্মসর্মপণের পর তিন বছর কারাগারে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত আছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার অপর ভাই সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান এখনও কারাগারে আছেন। অন্য দুই ভাই জাহিদুর রহমান খান কাকন ও সানিয়াত খান বাপ্পা আত্মগোপনে রয়েছেন। বিচার চলাকালে দুই আসামি আনিসুল ইসলাম রাজা এবং মোহাম্মদ সমীর কারাগারে মৃত্যুবরণ করেন। সবশেষ ২৬ জানুয়ারি আলোচিত ফারুক হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার
- আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মা
- ‘বাজারে পণ্যের দাম বাড়ার কোনো কারণ দেখি না’
- পাহাড়ে অক্সিজেনের মতো কাজ করছে সেনাবাহিনী
- সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল্লাহ গ্রেপ্তার
- বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত
- যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল- আমির খসরু
- ‘নির্বাচিত সরকার আসার আগে মূল্যস্ফীতির পূর্ণ সমাধান কঠিন’
- বাগেরহাটে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের শীতবস্ত্র বিতরণ
- একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
- সালথায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষের প্রস্তুতি, ঠেকিয়ে দিল পুলিশ-সেনাবাহিনী
- পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও গ্র্যান্ড অ্যালামনাই অনুষ্ঠিত
- দুইজনের যাবজ্জীবন, খান পরিবারের সবাই খালাস
- ‘মিথ্যা মামলা-গুম-খুনের রাজত্ব শেষ হয়নি’
- ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি
- রাতের আধাঁরে নির্মাণাধীন দেয়াল ভেঙে মালামাল লুটের অভিযোগ
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না সরকার’
- এলপি গ্যাসের দাম বেড়েছে
- মরণফাঁদে পরিণত হয়েছে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক
- ‘সুস্থ থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’
- পুলিশ দিয়ে ডেকে এনে কৃষককে হাত বেঁধে পেটালেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
- ফেন্সিডিল-গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- ‘আ.লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে’
- গোপালগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভা
- সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- টঙ্গীতে ব্রীজ ভেঙে নদীতে ট্রাক
- দেলদুয়ার-নাগরপুরের উন্নয়নে কর্মবীর এমপি টিটু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে হতাহতদের পরিচয় মিলেছে
- নড়াইলে নারী ইউপি মেম্বারকে ধর্ষণ ও বিষ প্রয়োগের অভিযাগে আরও একজন গ্রেফতার
- মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে বৃষ্টি, থাকতে পারে ৪ দিন
- ঈদগাঁওতে দিনব্যাপী শেখ রাসেল শিশু-কিশোর উৎসব
- কাঁপা
- শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩
- বাসের ধাক্কায় খাদে লেগুনা, প্রাণ গেলো ৪ জনের
- অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী
- ববি’র লাইব্রেরিসহ দুই হলের নাম পরিবর্তন
- বকশীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ‘জ্বালানি খাতের সবচাইতে অস্বচ্ছ একটি প্রতিষ্ঠান বিপিসি’
- ভোলার তজুমদ্দিনে আত্নরক্ষায় কারাতে প্রশিক্ষণ
- ঝিনাইদহ থেকে মাছের আঁশ যাচ্ছে চীন-জাপানে
- ভারত-চীন-বাংলাদেশ উত্তেজনা: যুদ্ধের পরিস্থিতিতে লাভ-ক্ষতি
- শেরপুরের মাছের মেলায় এক বাঘাইড়’র দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ লাখ