E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

১৯ জন খালাস

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় ৫ জনের যাবজ্জীবন 

২০২৫ জানুয়ারি ২২ ২০:০০:৫১
রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় ৫ জনের যাবজ্জীবন 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে ফল ব্যবসায়ী বাবুল হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দোষ প্রমাণ না হওয়ায় ১৯ আসাসিকে খালাস দেয়া হয়েছে। 

আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারত নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন।

মামলার এজাহারসহ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি চাঁদাবাজি মামলায় সাক্ষি করা হয় মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ফল ব্যবসায়ি বাবুল হাওলাদারকে। এরইজেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি ফল ব্যবসায়ি বাবুলকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড়ছেলে ইমরান হাওলাদার। মামলার পর ইমরানকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় আসামিপক্ষ। পরে সে বিদেশ চলে যান। এরপর উচ্চ আদালদের নির্দেশে মামলা পরিচালানার দায়িত্ব পান নিহতের ছোটছেলে আসাদুল হাওলাদার। সর্বশেষ তৃতীয় দফায় ২০১৬ সালের ২৪ মে ২৪ জনের নামে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। মামলা চলাকালীন সময়ে চার্জশিটভুক্ত তিন আসামির মৃত্যুও হয়। এরপর যুক্তিতর্ক, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১২ জনের সাক্ষ্য নেয় আদালত।

বুধবার বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার সাহেবালী মুন্সি (৬৫), খোকন মুন্সি (৪৫), সাহাবুদ্দিন মুন্সি (৫৮), লাবলু মুন্সি (৫৮) ও হান্নান মুন্সি (৫৮) এই ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরো এক বছর করে কারাদন্ডের আদেশ দেয়া হয়।

এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের খালাস দেয়া হয়েছে। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কড়া নিরাপত্তায় জেল হাজতে পাঠানো হয়।

নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে আসামিরা। আমরা রায়ে সষ্টুন্ত হয়নি। রায়ের কপি সংগ্রহ করে উচ্চ আদালতে যাবো। আমার বাবা একটি চাঁদাবাজি মামলার সাক্ষি হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে আসামিরা। আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো বলে প্রত্যাশা করছি।

আসামিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফয়জুর রহমান হিরু বলেন, আসামিরা এই হত্যাকান্ডের সাথে জড়িত, এমন কিছুই প্রমাণ হয়নি। ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। ন্যায় বিচারের স্বার্থে আমরা এই আপিল করবো।

(এএসএ/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test