E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০২৫ জানুয়ারি ২২ ১৫:৪২:৩২
নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি : নড়াইলে একটি জাহাজের সুকানি মোঃ সাব্বির হোসেনকে হত্যা মামলায় জাহাজে কর্মরত দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।বাকি ১জনকে ৭বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নড়াইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ আদেশ দেন। যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্তরা হলো পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মোঃ ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম।

৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনী, লালকুঠি মাজার রোডের মুত আবু জাফর ইকবালের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন।

মামলার বিবরনে জানা যায়,২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মোঃ সাব্বির হোসেনসহ জাহাজের কর্মরত অন্যান্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে বাদীর ভগ্নিপতি জাহাজের সুকানি মোঃ সাব্বির হোসেনকে তার সহকর্মী সাজাপ্রাপ্ত আসামীরা রাতের কোন এক সময়ে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৩ অক্টোবর বাদী নড়াগাতি থানায় এসে লাশ দেখে বাদী মোঃ মহিদুল ইসলাম লাশ শনাক্ত করে মামলা দায়ের করেন। এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২জনের সাক্ষ্য ও আসামী পক্ষে ২জনের সাক্ষ্য গ্রহন শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।

(আরএম/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test