E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুপ্রিম কোর্টে চালু হলো আরও একটি হেল্পলাইন নম্বর

২০২৫ জানুয়ারি ০৬ ১২:৩০:১৭
সুপ্রিম কোর্টে চালু হলো আরও একটি হেল্পলাইন নম্বর

স্টাফ রিপোর্টার : জনগণের অভিযোগ ও পরামর্শ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানানোর জন্য হেল্পলাইন ০১৩১৬১৫৪২১৬ এর পাশাপাশি আরও একটি হেল্পলাইন খোলা হয়েছে যার নম্বর ০১৭৯৫৩৭৩৬৮০।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে রবিবার (৫ জানুয়ারি) আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বার্তায় দুটি হেল্পলাইনের তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট হেল্প লাইন সেবা চালু করে।

হেল্পলাইন চালু হওয়ার পর থেকে যেকোনো সেবাগ্রহীতা +৮৮০১৩১৬১৫৪২১৬ নম্বরে সরাসরি ফোন কল অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন।

সরকারি ছুটির দিন বাদে প্রতি রবি-বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করেন এবং প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ প্রদান করে থাকেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test