E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চিন্ময়ের জামিন ফের নামঞ্জুর

২০২৫ জানুয়ারি ০২ ১২:৪৫:৫১
চিন্ময়ের জামিন ফের নামঞ্জুর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর রাষ্ট্রদোহ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। তিনি বলেন, আদালত উভয় পক্ষের শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেন। জামিন অযোগ্য ধারা হওয়ায় এ জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামি পক্ষ চাইলে উচ্চ আদালতে জামিন চাইতে পারেন।

এদিকে সকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি করতে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল চট্টগ্রাম আদালতে এসেছেন। এছাড়া এই শুনানিকে কেন্দ্র করে আর কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা যায়, নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্বে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে (৩১ অক্টোবর) রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলায় (২৫ নভেম্বর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা।

পরদিন (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। এদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন চিন্ময় সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। পরবর্তী জামিন শুনানি ৩ ডিসেম্বর দিন থাকলেও কোনও আইনজীবী না থাকায় শুনানির দিন ২ জানুয়ারি ধার্য করা হয়।

ওই মামলায় অন্য আসামিরা হলেন, ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু(৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)।

(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test