E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

২০২৪ ডিসেম্বর ২২ ১৯:২৩:৫৪
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : জুলাই-আগস্টের আন্দোলন দমাতে গণহত্যা চালানোর অভিযোগে করা মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এরই মধ্যে ইন্টারপোলে এই আবেদন করা হয়েছে। 

প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বাসসকে বলেন, প্রসিকিউশন আবেদন করেছে। পরবর্তী অগ্রগতির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানেই আছেন।

এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আলাদা মামলায় গত ১৭ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে।

তার কূটনৈতিক পাসপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করলেও দিল্লি তাকে ফেরত পাঠানোর অনুরোধে সাড়া দেবে না বলে সে দেশের কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমে খবর এসেছে।

জুলাই অভ্যুত্থানে নিহতের ঘটনাগুলো নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার বিচার একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে এই আদালত সচলও করা হয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test