E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি

২০২৪ ডিসেম্বর ২২ ১৮:২৮:০১
প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার : সম্পৃক্ততা না থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিনজনকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আজ রবিবার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য জানান।

প্রশান্ত কুমার বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের কোন সম্পৃক্ততা না পাওয়ায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। ফাইনাল রিপোর্ট পাওয়ার পর তিনি এ মামলা থেকে অব্যাহতি পেলেন।’

তিনি জানান, গত সপ্তাহে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

জানা গেছে, গত ১৪ নভেম্বর রাজধানীর রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির সিটিটিসির ইন্সপেক্টর (পরিদর্শক) আব্দুল্ল্যাহ আল মামুন। পরে ১ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ মিয়া মামলাটি পরবর্তী বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করেন।

এর আগে ২০২৩ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি ফটোকার্ডে একজন দিনমজুরের বক্তব্য উদ্ধৃত করা হয়। কিন্তু সে উদ্ধৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয় এক শিশুর ছবি। দিনমজুরের উদ্ধৃতির সঙ্গে শিশুর ছবি প্রকাশের অসংগতির বিষয়টি তুলে ধরে ১৭ মিনিটের মধ্যেই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে সংশোধনী দেয় প্রথম আলো। এ ঘটনায় ২০২৩ সালের ২৯ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা দিবসে মিথ্যা এবং বানোয়াট তথ্য-ছবিযুক্ত সংবাদ প্রকাশের মাধ্যমে তথ্যপাচার ও প্রকাশ করার অভিযোগে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test