E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে’

২০২৪ ডিসেম্বর ০৮ ১৭:২৩:৪৪
‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে’

স্টাফ রিপোর্টার : ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, গত কয়েক বছরে বিচার প্রক্রিয়ায় বিচারবোধ ও ন্যায়বিচারের মূল্যবোধ ক্ষতিগ্রস্তের পাশাপাশি বিকৃত করা হয়েছে। অসততা, বঞ্চনা, নিপীড়ন এবং নির্যাতনকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, আমরা এ ধরনের একটি সমাজ এবং রাষ্ট্র চাইনি। এ মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে।

ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিচার বিভাগও ভগ্নদশা থেকে মুক্ত নয়। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিচার বিভাগ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে নতুন যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। আমাদের এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test