E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে কৃষক হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন 

২০২৪ নভেম্বর ২৬ ১৯:০০:৪৫
নড়াইলে কৃষক হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক সাহেব আলীকে হত্যার দায়ে খলিল ফকির ও মারুফ ফকির নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মারুফ ফকির অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় বিশ্বাস আজিজুর রহমান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test