E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গলায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

২০২৪ অক্টোবর ৩১ ১৯:৪৪:৫৩
গলায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

একই আদালতের পাবলিক সহকারি প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে প্রায়শই শারীরিকভাবে নির্যাতন করতেন আহসান হাবিব ও তার পরিবার। এক পর্যায়ে ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আহসান হাবিব।

এ বিষয়ে শাহ মো. এনায়েত হোসেন আরো জানান, হত্যার ঘটনায় তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন আহসান হাবিব। ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই আদেশ দেন।

(আরআর/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test