E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ৩৪ জন পিপি- জিপি নিয়োগ

২০২৪ অক্টোবর ৩০ ১৯:০৮:০৩
সাতক্ষীরায় ৩৪ জন পিপি- জিপি নিয়োগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু দমন ট্রাইবুনালে ৩৪ জন পিপি, অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৪ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সরিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে একজন পিপি, একজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এবং একজন জিপি ছাড়াও ১৪ জন অতিরিক্ত পিপি, ১২ জন এপিপি এবং ৫ জন এজিপির নাম রয়েছে।

পাবলিক প্রসিকিউটর-পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এড. শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি এড. শেখ আলমগীর আশরাফ এবং এড. অসীম কুমার মন্ডলকে সাতক্ষীরার সরকারী কৌশুলী-জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ১৪ জন অতিরিক্ত পিপি হলেন, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোস্তফা জামান, এড. গোলাম গনি দুদু, এড. এবিএম ইমরান শাওন, এড. আরিফুর রহমান আলো, এড. মো. জালাল উদ্দীন, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. শেখ আবু সাঈদ রাজা, এড. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), এড. আব্দুল জলিল, এড. সাঈদুর রহমান সাঈদ এড. আবু বকর সিদ্দিক।

১২ জন এপিপি হলেন, এড. উম্মে হাবিবা রূপা, এড. নজরুল ইসলাম, এড. এসএম আজিজুল হক, এড. শাহানা ইমরোজ, এড. তারিক ইকবাল অপু, এড. শাহাদাত হোসেন (৪), এড. শেখ মাহমুদুল হাসান জিকো, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসি, এড. মো. শহিদুল ইসলাম (২), এড. মো. সাইফুজ্জামান মিঠু, এড. মো. হুমায়ুন কবির ও এড. বিএম মিজানুর রহমান মিন্টু।

এবং ৫ জন এজিপি হলেন, জিএম ফিরোজ আহমেদ, এড. মেহেদী হাসান, এড. শেখ আলাউদ্দীন, এড. হাসনাত মনির ও এড. মো. আব্দুর রাজ্জাক (২)।

এ ব্যাপারে এড. অসীম কুমার মণ্ডল জানান,এ ব্যাপারে বুধবার বিকেল ৫ টা পর্যন্ত তারা কোন চিঠি পাননি।

(আরকে/এসপি/অক্টোবর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test