E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেলান্দহে নাশকতার মামলায় গ্রেপ্তার পাঁচ আ.লীগ নেতা কারাগারে

২০২৪ অক্টোবর ০৭ ১৮:০৫:৫৩
মেলান্দহে নাশকতার মামলায় গ্রেপ্তার পাঁচ আ.লীগ নেতা কারাগারে

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগে ১১৮ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেলান্দহ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিল্লাত (৪৯) ও মেলান্দহ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (২৯)।
এর আগে ২ অক্টোবর তিন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগে ১১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ১৪০-১৫০ জনকে।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা, জেলা আ.লীগের সদস্য ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সাহাবুদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ আল হোসাইন আরজু, সম্পাদক খালিদ আর রহমান আপন প্রমুখ।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মাসুদ রানা জানান, নাশকতার মামলায় ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। ১১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪০-১৫০ জনের এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫ জন।

(আরআর/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test