E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

স্কুলছাত্রীকে অপহরণ

টাঙ্গাইলে যুবকের যাবজ্জীবন

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৮:৩৯:২৫
টাঙ্গাইলে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ এ আদেশ দেন।

দণ্ডিত যুবকের নাম সাব্বির (৩২)। তিনি ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি সরকারি কৌঁশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস বলেন, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করেন। পরে ওই ছাত্রীর বাবা নিজে বাদী হয়ে দুইদিন পর ধনবাড়ী থানায় মামলা করেন। মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডিত সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test