E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

অধিকার ক্ষুন্ন করে এমন কর্মকাণ্ড শক্তভাবে প্রতিরোধ করা হবে

২০২৪ আগস্ট ০৯ ১৬:৫৬:৩৪
অধিকার ক্ষুন্ন করে এমন কর্মকাণ্ড শক্তভাবে প্রতিরোধ করা হবে

শেখ ইমন, ঝিনাইদহ : দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুন্ন করে, এমন যেকোনো পদক্ষেপ এ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। 

আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপারা গ্রামে নিজ বাড়িতে তার বাবা প্রয়াত শেখ ইসরাইল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুন্ন করে, এমন যেকোনো পদক্ষেপ এ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে। দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করা হবে।’
এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে বৃহস্পতিবার দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হওয়া আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

(এসআই/এসপি/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test