E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামিন পেয়েছেন মিল্টন সমাদ্দার

২০২৪ জুলাই ১৫ ১৮:৫৭:৪৭
জামিন পেয়েছেন মিল্টন সমাদ্দার

স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত-সমালোচিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জামিন দিয়েছেন আদালত। প্রতারণার মাধ্যমে মৃত্যুসনদ জালজালিয়াতির মামলায় কারাগারে ছিলেন মিল্টন।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আসসামস জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এ বছরের পহেলা মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল একটি পত্রিকায় ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test