E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে প্রাইভেটকার চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

২০২৪ জুলাই ১১ ১৮:১৭:৫৮
জামালপুরে প্রাইভেটকার চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে প্রাইভেটকার চালক আরিফ হোসেনকে হত্যার ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর পৌর এলাকার মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে সাব্বির হোসেন, একই এলাকার নুর হোসেনের ছেলে সবুজ হোসেন ও বাদশা মিয়ার ছেলে রবিন।

মামলার রায়ের সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ আগস্ট রাতে চালক আরিফ প্রাইভেটকার গ্যারেজে রেখে মোটরসাইকেলযোগে জামালপুর সদর উপজেলার মাছিমপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হামিদপুর গ্রামের বালুর ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্মমভাবে আরিফকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুবৃত্তরা।

এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ চার জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে মোহাম্মদ আলী ও মো. সাব্বির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই দুই আসামি উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশে জামালপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ মামলায় অভিযোগ গঠন করে ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করে আজ চার আসামির উপস্থিতিতে প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আবুল কাশেম তারা ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদা খান মজলিস তানিয়া।

(আরআর/এসপি/জুলাই ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test