E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে আইনি নোটিশ

২০২৪ জুলাই ০৪ ১৯:১২:৩৭
নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে আইনি নোটিশ

মোহাম্মদ সজীব, ঢাকা : কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) নবম গ্রেডের সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগ উঠেছে। পরিক্ষায় অংশগ্রহনকারীরা নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে বিজিডিসিএলসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। কিন্তু বাখরাবাদ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠানো হয় পেট্রোবাংলার চেয়ারম্যান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এবং বাখরাবাদ গ্যাসের এমডি, জিএম (প্রশাসন) বরাবর।

অভিযোগকারী চাকরি প্রত্যাশীরা বলছেন, বাখরাবাদ গ্যাসের একাধিক কর্মকর্তা ছাড়াও নিয়োগ কমিটির অনেক সদস্য এবং বিজিডিসিএল পরিচালনা পর্ষদের পরিচালকদের স্বজনদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। চলতি মাসেই এ নিয়োগ দিতে চলছে পাঁয়তারা।

এ বিষয়ে উত্তরাধিকার ৭১ নিউজরে প্রতিবেদককে শফিউর রহমান নামে একজন পরীক্ষার্থী বলেন, এখন প্রায়ই দেখা যায় অন্যায়ভাবে অনেকেই সরকারি চাকরিতে যোগদানের চেষ্টা করেন। বিভিন্ন সময় গনমাধ্যমেও দেখা যায় সরকারি চাকরির পরীক্ষায় কানে বিভিন্ন টেকনোলজির সাহায্যে প্রশ্নের উত্তর দিচ্ছে বা পরীক্ষায় অনৈতিক সুবিধা পাচ্ছে। সেরকমই আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি ডিবির অভিজানে একটি চক্র ধরা পরেছে, যারা এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করেছে। কিছু ক্ষমতাশালী লোকরা যে কোন সরকারি পরীক্ষা শুরুর পর কিভাবে যেন প্রশ্ন পেয়ে যায় তারপর তারা ডিভাইসের মাধ্যমে তাদের লোকদের কানে কানে উত্তর বলে দেয়। আমরা তো কষ্ট করে টাক দিয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। জালিয়াতির মাধ্যম যদি এইভাবে চাকরি হয়ে যায় তাহলে তো এখানে মেধা ও অর্থ দুইটারই অপচয় হচ্ছে। খালি বাখরাবাদ কেনো সম্প্রতি বিভিন্ন সরকারি ব্যাংক, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন সরকারি চাকরিতে এই ধরনের অনৈতিক কর্মকান্ডের খবর ছাপা হয়েছে। আমরা এই সকল বিষয় নিয়ে আদলতের দারস্থ হয়েছি, এখন বাকি কাজ আইন অনুসারে হবে। আইনের প্রতি আমার বিশ্বাস আছে।

আইনি নোটিশ সূত্রমতে, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে বাখরাবাদ গ্যাসের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৮ মার্চ সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদসহ বিভিন্ন পদে হয় লিখিত পরীক্ষা। ৮ এপ্রিল এ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৪ জনের রোল নম্বর প্রকাশ হয়।

নোটিশে জানানো হয়, ১২ মে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে যে, বাখরাবাদ গ্যাসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা কেন্দ্রের ভেতরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনেকেই উত্তীর্ণ হয়েছেন। তাই বাখরাবাদ গ্যাসের নিয়োগে ‘ডিজিটাল জালিয়াতির’ ঘটনাটি তদন্ত করে জড়িত চাকরিপ্রার্থীদের আবেদন বাতিল করে ১০ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছিল।

এদিকে পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতির’ কথা জানতে পেরে ১৬ মে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক (প্রশাসন) বরাবর এর সুষ্ঠু তদন্ত ও নিয়োগ স্থগিতের আবেদন করেন চাকরিপ্রত্যাশীরা।

আবেদনকারীরা হলেন- সফিকুল ইসলাম, এজাজুর রহমান সরকার, অর্নব সূত্রধর, পুষ্পিতা বণিক, রায়হান ফজলে রাব্বী, মাজহারুল ইসলাম ও ইকবাল হুসাইন।

তাদের অভিযোগ, বাখরাবাদ কর্তৃপক্ষ ডিভাইস কেলেঙ্কারির বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বিষয়টির সুষ্ঠু তদন্ত না করে ফলাফল প্রকাশ হলে বিধি মোতাবেক উচ্চ আদালতে রিট করা হবে বলে জানান তারা।

চাকরি প্রত্যাশীদের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি সঠিক কি না যাচাই-বাচাই করে দেখা হচ্ছে বলে জানা যায়।

(এস/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test