E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চট্টগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ

২০২৪ জুন ২৮ ১৫:৩৫:০৭
চট্টগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করতে বলা হয়েছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশের কপি স্পেশাল মেসেঞ্জারের পাশাপাশি ই-মেইল ও ফ্যাক্সের মাধ্যমে সংশ্লিষ্টদের পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে এদিন শিক্ষার্থীদের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস ও কামরুল বিন আজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

রিটকারীদের আইনজীবী জানান, চট্টগ্রামের ইসলামিয়া কলেজের এসব শিক্ষার্থীর ফরম ফিলাপের কিছু টাকা বাকি ছিল। পরে সে টাকা কলেজ কর্তৃপক্ষকে পরিশোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ১৪৮ শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষা বোর্ডে লিখিত আবেদন করে। এছাড়া শিক্ষার্থীরা পৃথকভাবে আবেদন করেন তাদেরকে ফরম ফিলাপের অনুমোদন দেওয়ার জন্য। তবে গত ২৩ জুন বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, এসব শিক্ষার্থীর ফরম ফিলাপের আর সুযোগ নেই।

এরপর মিফতাহুল জান্নাত, হাবিব রাহাদ, সানজিদা আক্তার, ফাহিমাতুল কুবরাসহ ১৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি শেষে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।

(ওএস/এএস/জুন ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test