E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে সাবেক বিডিআর সদস্যের যাবজ্জীবন 

২০২৪ জুন ২৭ ১৮:১৩:০৩
ফরিদপুরে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে সাবেক বিডিআর সদস্যের যাবজ্জীবন 

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ৭ম শ্রেনীর পড়ুয়া  সৎ মেয়েকে ধর্ষণের দায়ে  হারুন অর রশিদ ওরফে মাসুদ রানা (৪০) নামে সাবেক এক বিডিয়ার সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত হারুন অর রশিদ ওরফে মাসুদ রানা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে হারুন অর রশিদ ওরফে মাসুদ রানা'র সাথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের তারা ফকিরের মেয়ে তানিয়া সুলতানা সাথে ২য় বিয়ে হয়। এর সুত্র ধরে ২০২০ সালে জানুয়ারী মাসে তানিয়ার নিজ ঘরে বসবাস কালে তানিয়ার বড় মেয়ে স্কুল পড়ুয়া সপ্তম শ্রেনীর ছাত্রীকে তার ঘরে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারন করে রাখে স্বামী হারুন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং খুন করার হুমকি প্রদান করে একাধিকবার ধর্ষন করে ওই স্কুল পড়ুয়া মেয়েকে। পরবর্তীতে ওই মেয়েকে ২৯ জানুয়ারী ২০২০ইং তারিখে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেল যোগে হারুন ঢাকায় এক বাসায় নিয়ে যায়। সেখানেও জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে মোবইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায়। পরের দিন ৩০ জানুয়ারী সৎ মেয়েকে নিয়ে নেগরকন্দায় বাড়িতে আসলে ওই মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম দেখতে পায় মা তানিয়া। পরে মেয়েটির মা তানিয়া সুলতানা গ্রামের স্থানীয় লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ভিকটিমকে পুলিশে সোপর্দ করে এবং নগরকান্দা থানায় ধর্ষন মামলা দায়ের করে।

নগরকান্দা থানার এএসআই অসীম মন্ডল ২০২০ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ এর ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় তাকে এই দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

(আরআর/এসপি/জুন ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test