E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধী রুহুলের

২০২৪ জুন ১৯ ২৩:০৭:১৮
৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধী রুহুলের

রূপক মুখার্জি, নড়াইল : যুদ্ধ অপরাধের মামলায় নড়াইলের মো. রুহুল কুদ্দুস খান (৭৩) দীর্ঘ আট বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার তাকে করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মো. রুহুল কুদ্দুস খান ওরফ কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা উওরাধিকার ৭১ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় দায়েরকৃত মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

এন্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩ টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত যুদ্ধ অপরাধের মামলার পলাতক আসামী রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগরে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

(আরএম/এসপি/জুন ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test