E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজশাহীতে পুলিশ হত্যা মামলা

মেয়র বুলবুল, মিনুসহ ৮৮ জনের বিরুদ্ধে অভিযোপত্র

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১২:০১:৫৯
মেয়র বুলবুল, মিনুসহ ৮৮ জনের বিরুদ্ধে অভিযোপত্র

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ বিএনপি-জামায়াতের ৮৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুর হোসেন খন্দকার রবিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুর হোসেন খন্দকার জানান, দীর্ঘ তদন্তের পর মামলার এজাহারে বর্ণিত ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ মামলায় মোট ৯০ জন আসামির মধ্যে নাম-ঠিকানা সঠিক না থাকায় অভিযোগপত্রে দুইজনের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্র থেকে বাদ পড়া দুইজন হলেন- ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাবিল ও মহানগর শ্রমিক ফেডারেশন সারোয়ার জাহান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক বাঁধন নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি ভ্যানে বোমা হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে সিদ্ধার্থ সরকারসহ নয়জন পুলিশ সদস্য আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সিদ্ধার্থ মারা যান।

ওই ঘটনায় রাতেই বোয়ালিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ ৯০ জনের নাম উল্লেখ করে ১৮ দলের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test