E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কড়া নিরাপত্তার মধ্যেও ভাইরাল শাকিবের ‘তাণ্ডব’ লুক

২০২৫ এপ্রিল ২৯ ১৪:২৭:৪২
কড়া নিরাপত্তার মধ্যেও ভাইরাল শাকিবের ‘তাণ্ডব’ লুক

বিনোদন ডেস্ক : মুখ ভর্তি দাঁড়ি, পরে আছেন কমালা শার্ট, চেহারায় গাম্ভীর্য। সম্প্রতি অভিনেতা শাকিব খানের এমন লুকের কিছু ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। অনেকে নানা রকম পোস্ট করে প্রশংসায় ভাসাচ্ছেন নায়ককে। জানা গেল, এটি ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের ছবি।

ছবির কোনো লুক ও ছবি প্রকাশ যেন না হয় সেজন্য বেশ নিরবে নিভৃতে কাজ করছেন পরিচালক রায়হান রাফী। কিন্তু উৎসাহী ভক্তের আগ্রহের কাছে কড়া নিরাপত্তাও ম্লান হলো। ঠিকই ফাঁস হয়েছে শাকিবের নতুন লুকের ছবি। সেগুলো নিয়েই আলোচনা চলছে নেটপাড়ায়।

অবশ্য অনেকে দাবি করছেন এটা মূলত রাফী ও তার টিমেরই একটি কৌশল। লুকটি নিজেরাই নেটে ছেড়ে ‘তাণ্ডব’ নিয়ে আলোচনা তুঙ্গে তুলেছেন। দেশে দেশেই সিনেমার প্রচারে এ রকম কৌশল অবলম্বন করা হয়। মোট কথা হলো, রাফীরা সফল। যে আলোচনা তারা চেয়েছিলেন সেটা করতে পেরেছেন। ঢালিউডে সিনেমা মানেই এখন সবার মুখে মুখে ‘তাণ্ডব’। আসছে কোরবানি ঈদেই ছবিটি মুক্তি পাবে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

এক ভক্ত শাকিবের ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘ফাঁস হওয়া লুক দেখেই মুগ্ধ হয়ে গেলাম। কেবল তো শুরু। না জানি আরও কত চমক থাকবে ‘তাণ্ডব’ সিনেমায়। শাকিব ও রাফী জুটি মানেই দারুণ কিছু।’

এদিকে ছবির নায়িকা নিয়েও আলোচনা তুঙ্গে। ছবির শুটিং সেট থেকে ফাঁস হওয়া আরেকটি ছবিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। আর সেটি স্পষ্ট করে দিয়েছে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা। এ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছে আলোচিত এ অভিনেত্রীর।

জানা গেছে, ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন।

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জাানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। এতে বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন একজন অভিনেতা। এই চরিত্রের জন্য আলোচনায় রয়েছে আফরান নিশো ও শরিফুল রাজের নাম। সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রটি বলছে, এই চরিত্রে রাজকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

(ওএস/এএস/এপ্রিল ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test