E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২ বছর পর ফিরছে ‘ঢাকা রক ফেস্ট’

২০২৫ এপ্রিল ২১ ১৫:৩৬:২৫
২ বছর পর ফিরছে ‘ঢাকা রক ফেস্ট’

বিনোদন ডেস্ক : দেশীয় ব্যান্ড সংগীতপ্রেমীদের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট। ২০২২ সালের পর এ উৎসবের আর কোনো আসর অনুষ্ঠিত হয়নি।

তবে এবার নতুন করে শুরু হচ্ছে এই রক উন্মাদনা।

বিষয়টি নিশ্চিত করে আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান। তিনি জানান, ঢাকা রক ফেস্টের পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও জানান, বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ডদলগুলোই অংশ নেবে। এবারও দর্শকদের জন্য থাকছে গানের তাণ্ডব, গিটার সলো, ড্রাম বিট আর অসংখ্য স্মৃতি।

এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে। দুই দিনের সেই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড।

মঞ্চ মাতায় ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস, অ্যাভয়েড রাফা ও ক্রিপটিক ফেইটের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test