E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইসরায়েলের অভিনেত্রীর জন্য সিনেমাই নিষিদ্ধ

২০২৫ এপ্রিল ২০ ১৪:০৬:৩৪
ইসরায়েলের অভিনেত্রীর জন্য সিনেমাই নিষিদ্ধ

বিনোদন ডেস্ক : ক্লাসিক রূপকথা অবলম্বনে তৈরি ডিজনির নতুন মিউজিক্যাল ফ্যান্টাসি ‘স্নো হোয়াইট’ মুক্তি পেয়েছে। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রটি ২১ মার্চ মুক্তি পায়। ভালোই ব্যবসা করছে এটি। তবে সম্প্রতি পড়েছে বিপাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরইমধ্যে লেবাননে নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছে।

কারণ, এই ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলের অভিনেত্রী ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গাল গ্যাদত। ছবিতে তিনি ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল হাজ্জার সম্প্রতি সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে তিনি ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতের উপস্থিতিকেই উল্লেখ করেছেন।

এক পরিবেশক মার্কিন বিনোদনমাধ্যম ভ্যারাইটিকে জানান, গাল গ্যাদত দীর্ঘদিন ধরে লেবাননের ‘ইসরায়েল বয়কট লিস্ট’-এ রয়েছেন। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্র দেশটিতে প্রদর্শনযোগ্য নয়। এর আগেও একই কারণে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার মুক্তি বন্ধ করা হয়েছিল। সেই ছবিতে অভিনয় করেছিলেন আরেক ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস।

বিশ্বজুড়ে নন্দিত অভিনেত্রী গাল গ্যাদতের বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। সাবেক ইসরায়েলি সেনা সদস্য এই অভিনেত্রী ‘ওয়ান্ডার উইমেন’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জাস্টিস লিগ’ ও ‘রেড নোটিশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। তবে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান বরাবরই সমালোচিত। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় নানা সময়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সম্প্রতি গাল গ্যাদতের নাম হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেলেও, তার উপস্থিতিকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়। অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়, সংঘর্ষের ঘটনাও ঘটে।

(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test