E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পর্দায় ফিরছেন আমির খান

২০২৫ এপ্রিল ১৮ ১৬:০৪:০৮
পর্দায় ফিরছেন আমির খান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘তারে জমিন পর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। মুক্তির পর বক্স অফিসে হইচই ফেলে দেয় সিনেমাটি।

তখন থেকেই আমির পরিকল্পনা করেছিলেন ‘তারে জমিন পর’র সিক্যুয়েল তৈরি করবেন।

যেমন ভাবনা, তেমনি কাজ। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’র সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। জানা গেল, আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন সিনেমা।

সূত্রের খবর, আমির তার এই নতুন স্পোর্টস ড্রামা আগামী ৩০ মে বড়পর্দায় মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে সিনেমাটির মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ৩০ মের বদলে মুক্তি পাবে ২০ জুন।

সিনেমার সম্পাদনা ইতোমধ্যেই শেষ। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সিতারে জমিন পর’ স্পোর্টস ড্রামা হলেও এতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে- যা আমিরের সিনেমার বিশেষত্ব।

অনেকের জানার ইচ্ছে- আমিরকে কোন ভূমিকায় দেখা যাবে সিনেমাটিতে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, সিনেমার চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে সিনেমাতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।

সিনেমার ট্রেলার মুক্তি নিয়েও অভিনব পরিকল্পনা করেছেন আমির খান। আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত ‘রেইড ২’ বড়পর্দায় মুক্তি পাচ্ছে। সেই সিনেমার সঙ্গেই এবার যুক্ত হল ‘সিতারে জমিন পর’। এই সিনেমার মাঝেই মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার। আপাতত জোরকদমে সিনেমার প্রচারের কাজ শুরু করেছেন আমির।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test