E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানে আসছেন টম ক্রুজ, দেখানো হবে ‘মিশন : ইমপসিবল’

২০২৫ এপ্রিল ১০ ১৩:৫৮:২০
কানে আসছেন টম ক্রুজ, দেখানো হবে ‘মিশন : ইমপসিবল’

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে এ বছর দেখা দেবেন হলিউড তারকা টম ক্রুজ। উৎসবের দ্বিতীয় দিন লালগালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন তিনি। এ দিন রয়েছে তার নতুন সিনেমা ‘মিশন : ইমপসিবল : দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল প্রদর্শনী।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হলিউড সুপারস্টার টম ক্রুজের কানে উপস্থিত হওয়ার খবর নিশ্চিত করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এ ছাড়াও তারা জানিয়েছে, উৎসবের প্রথম দিন, উদ্বোধনী আসরে আজীবন সম্মাননা ও সম্মানসূচক পাম দ’র প্রদান করা হবে কিংবদন্তি মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে।

আসছে ১৩ মে ফ্রান্সের কান শহরে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব শেষ হবে ২৪ মে। দ্বিতীয় দিনে টম ক্রুজের সঙ্গে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং মিশনের টিম।

টম ক্রুজ প্রথমবার কানে হাজির হয়েছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’-এর উদ্বোধনী প্রদর্শনীতে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি আবার কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিল স্মরণীয়। সেবার তাকে দেওয়া হয় সম্মানসূচক পাম দ’র। তার মাস্টারক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ অতিথিদের জন্য যেন ছিল জীবনের অন্যতম সেরা এক অভিজ্ঞতা।

জানা গেছে, প্রায় তিন দশকের অ্যাকশন, স্টান্ট আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি হতে যাচ্ছে ‘মিশন: ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর মাধ্যমে। এ পর্বে টম ক্রুজ ছাড়া আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেইমস, সায়মন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জার্নি, মারিয়েলা গ্যারিগা, অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ। ছবিটি ফ্রান্সে মুক্তি পাবে ২১ মে, আর যুক্তরাষ্ট্রে ২৩ মে। আশা করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেতে পারে ছবিটি।

এ বছর রবার্ট ডি নিরোকে সম্মানসূচক পাম দ’র দেওয়া হচ্ছে। যদিও ২০১১ সালে তিনি কান উৎসবের বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন। ১৪ বছর পর আবার তিনি কানে ফিরছেন। পম দ’র প্রাপ্তির ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে ডি নিরো বলেন, ‘কান উৎসব নিয়ে আমার গভীর অনুভূতি রয়েছে। বিশ্ব যখন নানা বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কান আমাদের গল্পকার, চলচ্চিত্রকার, দর্শকদের একত্রিত করে। এটা অনেকটা ঘরে ফেরার মতো।’

নিউইয়র্কের তরুণ প্রজন্মের একদল নির্মাতার সঙ্গে নিরোর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল ব্রায়ান ডে পালমার হাত ধরে। এরপর মার্টিন স্করসেসির সঙ্গে গড়ে ওঠে সখ্য, যার শুরু ‘মেন স্ট্রিটস’ (১৯৭৩) সিনেমা দিয়ে। ‘দ্য গডফাদার পার্ট ২’ তাকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেতার অস্কার। ১৯৭৬ সালে ‘১৯০০’ ও ‘ট্যাক্সি ড্রাইভার’ নিয়ে তিনি হাজির হন কানে, যেখানে ‘ট্যাক্সি ড্রাইভার’-এর জন্য পেয়ে যান পাম দ’র।

কান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ মে পালে ভবনের দ্যুবুসি থিয়েটারে ডি নিরো অংশ নেবেন এক বিশেষ মাস্টারক্লাসে। সেখানে চলচ্চিত্রপ্রেমীদের মুখোমুখি হবেন এই কিংবদন্তিতুল্য চলচ্চিত্র ব্যক্তিত্ব।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test