E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিনেমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়

২০২৫ এপ্রিল ০৯ ১৪:০৬:৩৫
সিনেমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়

বিনোদন ডেস্ক : বড় বাজেটের সিনেমাগুলোও মুখ থুবড়ে পড়ছে ভারতে। চিন্তার ভাঁজ পড়েছে অভিনয়শিল্পী ও নির্মাতাদের কপালে। বলিউড তারকা অজয় দেবগন সম্প্রতি সেই চিন্তার সূত্র ধরেই মন্তব্য করেছেন, সিনেমার ভবিষ্যৎ অন্ধকার।

গত ৩০ মার্চ ভারতে মুক্তি পায় সালমান খানের ‘সিকান্দার’। বিগ বাজেটের সিনেমা হলেও সেভাবে সাফল্যের মুখ দেখতে পারেনি সেটি। শুধু এটি নয়, বিগ বাজেটের বহু সিনেমার ঘটনা প্রায় একই রকম। মুক্তি প্রতীক্ষিত ‘রেইড ২’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানেও এসব প্রসঙ্গ উঠে আসে।

‘রেইড ২’ ছবির ট্রেলার উন্মোচনে উপস্থিত ছিলেন বলিউড তারকা অজয় দেবগন। তিনি বলেন, ‘হিন্দি ছবির ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই চিন্তিত। মানুষের রুচি বুঝতে এখন হিমশিম খেতে হচ্ছে আমাদের। ঠিক কেমন সিনেমা মানুষ দেখতে পছন্দ করবে, এটাই বোঝা যাচ্ছে না। মহামারী পরবর্তী সময় থেকেই এই সমস্যাটি তৈরি হয়েছে।’

অজয় বলেন, ‘দর্শকরা কোন সিনেমাটি দেখতে পছন্দ করবেন আর কোনটি করবেন না, সেটাই আমরা বুঝতে পারছি না। এ সমস্যা শুধু হিন্দি সিনেমার ক্ষেত্রে নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা এটি। আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করছি এবং সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। কোথায় সমস্যা হচ্ছে, সেসব বের করার চেষ্টা করছি।’

দর্শক হলে সিনেমা দেখতে আসছেন না, সেটি কি টিকিটের অতিরিক্ত দামের জন্য? ওই অনুষ্ঠানে করা এই প্রশ্নে অজয় বলেন, ‘আমার মনে হয় না টিকিটের দামের কোনও প্রভাব এটা। যে দর্শকরা সিনেমা দেখতে আসছেন, তারা কিন্তু ওই একই দামের টিকিট কেটে আসছেন। আসলে দর্শকরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তারা কোন সিনেমা দেখবেন আর কোনটা দেখবেন না।’

অজয় আরও বলেন, ‘দর্শকরা এখন ভালো কনটেন্ট চান। যদি কোনও সিনেমার ট্রেলার বা টিজার মানুষের ভালো লাগে, যদি কোনও সিনেমার গান মানুষের পছন্দ হয়, তাহলে সেই সিনেমাটি অবশ্যই দর্শকরা দেখতে আসবেন। একটি সিনেমা চলবে কি চলবে না তার অনেকটা নির্ভর করে ট্রেলারের ওপর। ট্রেলার যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে সেই সিনেমা দেখবে মানুষ।’

প্রসঙ্গত, ‘রেইড’ মুক্তির ৭ বছর পর বড় পর্দায় আসছে ‘রেইড ২’। এতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বাণী কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test