E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে মৌন প্রতিবাদ

২০২৫ এপ্রিল ০৮ ১৬:২২:৩০
‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে মৌন প্রতিবাদ

বিনোদন ডেস্ক : সিনেমার প্রদর্শনীর আগে ১ মিনিট দাঁড়িয়ে মৌন প্রতিবাদ জানান দর্শকেরা। ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গতকাল হাজির হয়েছিলেন ছবির নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে এ প্রতিবাদ জানান তারা।

গতকাল ৭ এপ্রিল রাতে রাজধানীর কুর্মিটোলায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় ছিল ’দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। এ দিন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা হয় ’গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান এ দেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একই দিনে অনুষ্ঠিত হয় ’দাগি’র বিশেষ এ প্রদর্শনী। শিল্পীসমাজের একাংশ সেই প্রতিবাদে একাত্ম হয়েছেন।

আয়োজনে উপস্থিত ছিলেন ’দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমার সহ-প্রযোজনা প্রতিষ্ঠান চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন, সাংবাদিক-সাহিত্যিক সাজ্জাদ শরিফ ও আনিসুল হক প্রমুখ।

অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও সামিল হন প্রতিবাদে। মাশা বলেন, ’সবার সঙ্গে বড় পর্দায় নিজের গাওয়া গান দেখতে ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে গানের ব্যবহার। গল্পের সঙ্গে একদম মিলে গেছে।’

বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয় উপস্থিত ছিলেন ’দাগি’র বিশেষ প্রদর্শনীতে। তারা ছবিটির ভূয়সী প্রশংসা করেন। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‌‌‘খুবই সুন্দর গল্প এবং নির্মাণের সিনেমা “দাগি”। শিহাব শাহীন ভাই এবং আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটা খুব উপভোগ করেছি।’ প্রযোজক শাহরিন আক্তার সুমিও সিনেমাটি দেখে তার মুগ্ধতার কথা জানান। বলেন, ’চমৎকার নির্মাণের সিনেমা ’দাগি’।’

বিশেষ প্রদর্শনীসহ চতুর্থবারের মতো দাগি দেখলেন নির্মাতা জাহিদ প্রীতম আর দ্বিতীয়বারের মতো দেখলেন নৃত্যশিল্পী হৃদি শেখ। দুজনেই এই সিনেমা এবং সিনেমার মূল চরিত্র আফরান নিশোর প্রশংসা করেন। হৃদি শেখ জানান, সিনেমাটি দেখে মনে হয়েছে তার মায়েরও দেখা উচিত ’দাগি’।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ দেশের আরও কিছু প্রেক্ষাগৃহে চলছে ’দাগি’। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির দিন থেকেই দর্শকদের আগ্রহ ছিল সিনেমাটি নিয়ে।

দর্শকদের এই ভালোলাগা আরও আশা জাগাচ্ছে প্রযোজকদের। বিশেষ প্রদর্শনীতে আরও নতুন কিছু দেওয়ার আশ্বাস দেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test