E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রুম নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব

২০২৫ এপ্রিল ০২ ১৭:০৭:০২
রুম নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের দুই প্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। নাটকে একসঙ্গে কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় এবার ঈদে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। ঈদের এই একক নাটকটি পরিচালনা করেছেন মেহেদী রনি। 

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরে ছোট জরাজীর্ণ একটি একটি বাসায় ভাড়া থাকে নিলয় ও সাহেদ। তারা দুই ভাই। নিলয় বড় সাহেদ ছোট। তাদের বাবা মা বেঁচে নেই। দুই ভাইয়ের দুই বউ নিয়ে তাদের চারজনের সংসার। একসাথেই তারা ব্যবসা করে। বাড়িওয়ালা এই বাড়িটা ডেভলপারকে দিয়েছে। সামনের মাসে ভাঙার কাজ শুরু হবে তাই তাদের বাসা ছেড়ে দিতে হবে। দুই ভাই মিলে নতুন বাসা ঠিক করে ফেলেছে ভাড়া ১৪ হাজার। দুই ভাই মিলেই বাসা ভাড়া দিবে। কিন্তু সমস্যা হচ্ছে নতুন বাসায় দুইটা রুম, একরুমে এটাস্ট বাথরুম আরেকটা রুমে নাই। বড়ভাই এটাস্ট বাথরুমটা ছোট ভাইকে নিতে বলে। কারণ সে নতুন বিয়ে করেছে। ছোট ভাই কিছুতেই নিতে রাজি হয় না। তার কথা এই রুম বড় ভাইয়ের প্রাপ্ত। এই নিয়ে অনেক্ষন দুই ভাইয়ের ভেতর মধুর জগড়া চলে। অবশেষে বড়ভাই এটাস্ট বাথরুমওয়ালা রুমটি নিতে রাজি হয়। দুই বৌয়ের সামনেই এই ঘটনা ঘটে। এরপর ছোট ভাইকে তার বৌ ইচ্ছে মতো বকা দেয়। বলে তার মতো বোকা সে জীবনে দেখে নাই। বড় ভাই জোড় করে ভালো রুমটা দিতে চাইলো আর সে নিলো না। ছোট বৌ তার অনেক সমস্যার কথা বলে সাহেদকে বাধ্য করে। বড় ভাইয়ের কাছ থেকে এটাস্ট বাথরুমওয়ালা রুমটা নিতে।

অন্যদিকে বড় বউও নিলয়কে বকা দিতে থাকে বলে যদি ছোট ভাই রুম নিতে রাজি হয়ে যেত তাহলে কি হতো। এরপর ছোট ভাই এসে নিলকে বলে একটু সমস্যা আছে তাই এটাস্ট চালে আসে বলে তোমার ভাই তো তার বৌয়ের বুদ্ধিতে চলে তাই এখন কান কথা শুনে এসে এমনটা বলছে। ঝগড়ায় যুক্ত হয় ছোট বউও। এক কথায় দুই কথায় সবার সাথে বড় রকমের গ্যাঞ্জাম লেগে যায়। সিদ্ধান্ত হয় এখন থেকে ভাই ভাই আলাদা হয়ে যাবে। একসাথে তারা আর ব্যাবসাও করবে না এক বাসায় থাকবেও না। শুরু হয় দুই ভাইয়ের আলাদা বাসা খোঁজা। বাসা পাওয়া যায় ঠিকই কিন্তু তাদের সামর্থ অনুযায়ী বাসা পাওয়া যাচ্ছে না। কারণ আগে তো দুই ভাই মিলে বাসা ভাড়া দিতো। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

ঈদের এই একক নাটকটি ঈদের তৃতীয় দিন আরটিভির পর্দায় রাত ৮টায় প্রচারিত হবে।

(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test