E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পালিয়ে বিয়ে করেছেন ফারিণ-ফারহান!

২০২৫ এপ্রিল ০১ ১৫:৫০:৫৫
পালিয়ে বিয়ে করেছেন ফারিণ-ফারহান!

বিনোদন ডেস্ক : এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও ফারিণ খান। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। সেই ধারাবাহিকরতায় এবার ঈদেও নতুন নাটকে দেখা যাবে তাদের। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘আবদার’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।

নাটকটির গল্পে দেখা যাবে, ফাহিম, যে এখনো উদাসীন বাউন্ডুলে জীবনযাপন করে। তার একমাত্র বোন রোকসানা, যার জামাই তার বোনের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে নানান কিছু অবদার করে, যাতে করে ফাহিমের মা-বাবা হিমশিম খেয়ে যায়। ফাহিম তার বোনের বাসায় প্রায়ই এসে এটা-সেটা দিয়ে যায়। ফাহিমের বোন রোকসানার ননদ হ্যাপি, যে কিনা অনেক বেশি চঞ্চল এবং রাহাতকে পছন্দ করে, রাহাত তার বোনের শ্বশুরবাড়িতে এলেই হ্যাপি নানাভাবে জ্বালাতন করে এবং রাহাতকে অতিষ্ঠ করে রাখে। এক পর্যায়ে রাহাত বুঝতে পারে তার পরিবারের জন্য তার বোনের জামাইয়ের আবদারগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। তো হঠাৎ রাহাত তার বোনের ননদকে একটু প্রশ্রয় দেয় এবং সরাসরি বিয়ের কথা বলে এবং হ্যাপি রাজি হয়ে যায়। দুজনে পালিয়ে বিয়ে করে। পরে জানাজানি হয়। দুই পরিবারে সালিশ বসে। সালিশে রাহাতকে সবাই অনেক কথা শোনায় হ্যাপি তা প্রটেস্ট করে বলে যে সে নিজেই বিয়ে করছে। মানসম্মানের ভয়ে দুই পরিবার মেনে নেয়।

দুদিন পর থেকে শুরু হয় রাহাতের রিভার্স খেলা। রাহাত হ্যাপিকে নানান ভাবে বলে তার এটা লাগবে ওটা লাগবে। হ্যাপি রাহাতের জন্য সব করতে পারে। হ্যাপি তার মা, ভাই, বাবাকে ফোন দেয় এবং টিভি ফ্রিজ, ছোফা ইত্যাদি চাই। এক পর্যায়ে রাহাত দেশের বাইরে যাবার জন্য ৮ লাখ টাকা চায় এবং হ্যাপির পরিবারের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।

ঈদ উপলক্ষে একক এই নাটকটি ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে।

(ওএস/এসপি/এপ্রিল ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test