E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অত্যধিক বাজেটেই আটকে গেল ‘কৃষ ফোর’

২০২৫ মার্চ ২২ ১৪:২১:৩৩
অত্যধিক বাজেটেই আটকে গেল ‘কৃষ ফোর’

বিনোদন ডেস্ক : শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম হৃতিক রোশনের কৃষ অবতার। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজির তিনটি পর্বই মুক্তি পেয়েছে। এখন ভক্তরা অপেক্ষা করছেন চতুর্থ সিক্যুয়েলের। তবে, খুব সহসাই আসছে না ‘কৃষ ফোর’। এ জন্য অপেক্ষা করতে হবে আরও খানিকটা সময়। এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘কৃষ ফোর’-এর ক্ষেত্রে বাজেটই এখন বড় সমস্যা। ছবিটির বাজেট এতই বেশি যে এই খরচে নির্মাণ করতে রাজি নয় কোনো প্রযোজক।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে , ‘কৃষ ফোর’-এর জন্য অত্যাধিক বাজেটের প্রয়োজন এবং কোনো স্টুডিও ৭০০ কোটি রুপি বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছে না। প্রথমে হৃতিক রোশন তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে ছবির জন্য প্রযোজনা সংস্থা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। হৃতিকের বন্ধু এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিটি প্রযোজনা করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সিদ্ধার্থও এই প্রকল্প থেকে সরে গেছেন।

রাকেশ রোশন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পরিচালনার কাজ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এবং কোনো ছবি পরিচালনা করবেন না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন, ‘কৃষ ফোর’-এর কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। কিন্তু পরিচালক বা প্রযোজক যদি সিনেমা থেকে সরে দাঁড়ান, তাহলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা থেকে যায়।

(ওএস/এএস/মার্চ ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test