E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফিরছেন অ্যালেন স্বপন, নতুন ‘বৈয়াম পাখি’ জেফার

২০২৫ মার্চ ২০ ১৩:৫২:১৭
ফিরছেন অ্যালেন স্বপন, নতুন ‘বৈয়াম পাখি’ জেফার

বিনোদন ডেস্ক : ‘সিন্ডিকেট’ নামের ওয়েব সিরিজটি ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও নাসির উদ্দিন খানের দারুণ অভিনয়ের জন্য চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও।

আবারও দর্শক মাতাতে ফিরছেন জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপন। শিহাব শাহীন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নামে নতুন গল্পে তাকে ফিরিয়ে আনতে যাচ্ছেন। আসছে ঈদেই এ চরিত্রে দেখা দেবেন নাসির উদ্দিন খান।

এরইমধ্যে প্রকাশ হয়েছে সিরিজটির গান ‘বৈয়াম পাখি ২.০’। এই গানে মিললো এক চমক। জানা গেছে, সিরিজটিতে অভিনয় করবেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে কি তিনিই হবেন নতুন বৈয়াম পাখি? একদমই না। গানে গানে অ্যালেন স্বপন গায়িকা-অভিনেত্রীকে বৈয়াম পাখি হিসেবে পাওয়ার বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার নিজেই। তিনি বলেন, ‘আমি বৈয়াম পাখি নই।’

তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন জেফার? আসছে ঈদুল ফিতরে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক–শ্রোতারা।

১৯ মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটিতে কণ্ঠও দিয়েছেন জেফার। ‘বৈয়াম পাখি ২.০’ মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

গানে জেফারের কণ্ঠে লাইনগুলো এমন– ‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি–চিকি মাইয়া/রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন চাটগাইয়া’। গানটির আরেকটি অংশে জেফারের কণ্ঠে শোনা যায়, ‘আশে পাশে সবাই থাকে, সাবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় জায়না বোঝা।’

এই গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে বলেই গানটিতে যুক্ত হওয়া।’

স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ এর ভিডিও। টু–ডি, থ্রি–ডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করেন জেফার।

‘অ্যালেন স্বপন’ সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজটির জন্য নির্মাতা শিহাব শাহীন যখন জেফারকে অভিনয়ের প্রস্তাব দেন তখন আর বেশি ভাবতে হয়নি তাই। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’

এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে চরকির অরিজিনাল সিরিজে।

(ওএস/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test