E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আছিয়াকে নিয়ে ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’

২০২৫ মার্চ ১৬ ১৭:১৭:৩৫
আছিয়াকে নিয়ে ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’

নজরুল ইসলাম তোফা : আছিয়ার সত্য গল্প নিয়ে ওয়েব ফিল্ম সাম্প্রতিক সময়ে আছিয়ার ঘটনা আমাদের জাতির বিবেককে নাড়া দিয়ে গেছে। দেশে একের পর এক ধর্ষণকাণ্ড আমাদেরকে যখন ভাবিয়ে তুলছে তখন আছিয়ার হত্যাকাণ্ড আমাদের এতটুকু পরিবর্তন করতে পারবে কিনা সেই প্রশ্নও অনেকের মনে। আছিয়ার সেই মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে এবার নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’। 

জনপ্রিয় নির্মাতা, নাট্যকার শিমুল সরকারের তত্বাবধানে শামীম মোহাম্মদ এই ওয়েব ফিল্মটি লিখেছেন এবং নির্মাণ করেছেন। নতুন ওটিটি প্লাটফর্ম প্রজাপতি টিভির জন্য এটি নির্মাণ করা হয়েছে। গতকালই (১৫ মার্চ) প্রজাপতি টিভির ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে প্রজাপতি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে শিমুল সরকার জানান, এটি মুলত সত্য গল্পের ধারনার উপরে নির্মাণ করা হয়েছে। একজন মানুষ কিভাবে তার নিজের সন্তানের স্ত্রীর প্রতি মোহগ্রস্থ হয় তার নিদারুণ চিত্র এই গল্পে আছে। ছোট্ট আছিয়া বোনের বাড়িতে গিয়েও নিরাপত্তা পেল না, তাকে পাশবিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো, সেই নির্মম গল্পই এটি।

আমাদের সমাজের বিকারগ্রস্থ মানুষগুলোকে যেন যাদুঘরে পাঠানো যায় সেই প্রত্যাশা থেকেই প্রজাপতি টিভির এমন উদ্যোগ বলেও জানান শিমুল সরকার। ওয়েব ফিল্মের নির্বাহী প্রযোজক মোতাহার হোসেন জামিল। ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’ এ অভিনয় করেছেন– স্নোহোয়াইট, নাজিম হামিদ জয় আরিফ, তাসরিন জাহান স্বপ্না, শিফাত বন্যা, লাখী আক্তার, আনোয়ার হোসেন সহ অন্যরা।

এছাড়াও নেপথ্যে কাজ করেছেন- মেক আপ- এম এস মির্জা, ক্যামেরা- পিসি মোকসেদুল ইসলাম আর্ট ডিরেক্টর - সিয়াম আহমেদ খাঁ, সম্পাদনা এবং গ্রাফিক্স - রতনুজ্জামান রত্ন, গীতিকার, সুর ও কণ্ঠ- আসিফ নওয়াজ, চিত্রনাট্য ও পরিচালনা- শামীম মোহাম্মদ, উপদেষ্টা পরিচালক- শিমুল সরকার, নির্বাহী প্রযোজক- মোতাহার হোসেন জামিল।

(এনটি/এসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test