E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন

২০২৫ মার্চ ০২ ২২:২২:৪৬
সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন

বিনোদন ডেস্ক : গ্র্যামি-মনোনীত মার্কিন গায়িকা-অভিনেত্রী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন। শনিবার (১ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। এপি নিউজ এ খবর প্রকাশ করেছে।

অ্যাঞ্জি স্টোনের দীর্ঘদিনের ব্যবস্থাপক ওয়াল্টার মিলসাপ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, আলবামা থেকে আটলান্টায় যাচ্ছিলেন অ্যাঞ্জি স্টোন। তাকে বহনকারী গাড়িটি ভোররাত ৪টায় উল্টে গিয়ে একটি বিগ রিগের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারা যান অ্যাঞ্জি। অ্যাঞ্জি স্টোন ছাড়া কার্গো ভ্যানে থাকা বাকিরা বেঁচে আছেন।

আলাবামা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, শনিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে মার্সিডিজ-বেঞ্জ স্প্রিন্টার ভ্যানটি উল্টে যায় এবং ফ্রেইটলাইনার ক্যাসকাডিয়া ট্রাক এটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অ্যাঞ্জি স্টোনকে মৃত ঘোষণা করা হয়। মন্টগোমেরি শহর থেকে প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে।

১৯৬১ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কলম্বিয়াতে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জি স্টোন। সত্তর দশকে হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের প্রতিষ্ঠার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। মূলত, তিন বন্ধুকে নিয়ে এটি প্রতিষ্ঠা করেন।

সংগীতশিল্পী অ্যাঞ্জি ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়। গান ছাড়াও সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। ‘দ্য হট চিক’, ‘দ্য ফাইটিং টেম্পটেশন’, ‘স্কুল গার্লস’ প্রভৃতি সিনেমায় দেখা যায় তাকে।

(ওএস/এএস/মার্চ ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test